চাঁদপুরের মতলব উত্তরে দুই কেজি গাঁজাসহ আবুল হোসেন প্রধান (৫০) নামের এক ব্যক্তিকে আটক করছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উত্তর ফতেপুর গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। আবুল হোসেন প্রধান উত্তর ওই গ্রামের বাসিন্দা।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামালের সার্বিক নির্দেশনা ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদের তদারকিতে মতলব উত্তর থানায় কর্মরত উপপরিদর্শক মো. মিজানুর রহমান মো. মনিরুল ইসলাম ও মো. আব্দুল আউয়ালসহ ফোর্সের সহযোগিতায় গত বৃহস্পতিবার রাতে দুই কেজি গাঁজাসহ আবুল হোসেন প্রধানকে আটক করা হয়। তাঁর বসতঘরের সামনে থেকে ওই গাঁজা জব্দ করা হয়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, আটক আবুল হোসেন প্রধানের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।