দাউদকান্দিতে বাসের ধাক্কায় শফিকুল বাশার নামে এক মোটরসাইকেল চালক আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লার চান্দিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুটুম্ব পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত শফিকুল বাশার দেবিদ্বার উপজেলার বাণী এলাকার মো. হোসেন মিয়ার ছেলে। তিনি দৈনিক সন্ধাবাণী পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।
শফিকুল বাশার বলেন, তিনি উপজেলার মাধাইয়া থেকে দাউদকান্দির উদ্দেশ্যে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুটুম্বপুর বাসস্ট্যান্ডের পশ্চিমে পাশের সড়কে পেছন দিক থেকে আসা একটি বাস তাঁকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে তাঁর হাত, পা, ও মাথায় গুরুতর আঘাত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক চৌধুরী (টিটু) আজকের পত্রিকাকে বলেন, বাসটিসহ চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।