হোম > ছাপা সংস্করণ

বাড়িতে বাবার লাশ রেখে পরীক্ষায় বসল শিক্ষার্থী

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে বাড়িতে বাবার লাশ রেখে এইচএসসি পরীক্ষা দিল লিপি আক্তার। গতকাল বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উপজেলার বজরা ইউনিয়নের পশ্চিম বজরা এলাকায়। লিপি বজরা এলকে আমিন ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

এলাকার লোকজন জানান, লিপি আক্তারের বাবা নজির হোসেন নজু (৫৩) প্রায় ২০ দিন ধরে অসুস্থ ছিলেন। উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে গত বুধবার সন্ধ্যায় রমেক হাসপাতালে মারা যান তিনি।

এদিকে বাবার মৃত্যুর খবরে মাথায় আকাশ ভেঙে পড়ে লিপির। অনিশ্চিত হয়ে পড়ে তাঁর পরীক্ষায় অংশ নেওয়া। এরপরও পরিবারের অন্য সদস্যদের অনুপ্রেরণা ও নিজের মনোবলকে ধরে বাবার লাশ বাড়িতে রেখে গতকাল বেলা ১১টায় উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজকেন্দ্রে পৌরনীতি ও সুশাসন দ্বিতীয়পত্র পরীক্ষায় অংশ নিয়েছে লিপি। সহপাঠী, কলেজের শিক্ষক ও কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সহযোগিতায় পরীক্ষায় অংশ নেয় সে।

বজরা এলকে আমিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ আহসান হাবীব রানা বলেন, ‘আমরা লিপির বাবার মৃত্যুর খবর শুনে বাড়িতে গিয়ে তাঁকে সান্ত্বনা ও সাহস দিয়ে পরীক্ষা দিতে পাঠিয়েছি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ