ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর বিক্ষোভকারীদের কঠোর হাতে দমন করছে মিয়ানমার জান্তার বিভিন্ন বাহিনী। জান্তাবিরোধীদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাতে এবং তাদের দমন করতে সম্প্রতি অনলাইনে মনোযোগ বাড়িয়েছে দেশটির সেনাবাহিনী। সংশ্লিষ্ট আটটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে, যাঁদের চারজন সেনাবাহিনীর লোক।
অভ্যুত্থানের পরপরই মিয়ানমার সেনাবাহিনীকে নিষিদ্ধ করে ফেসবুক। এরপর বিক্ষোভবিরোধী অনলাইন প্রচারণা চালাতে কয়েক হাজার সৈনিককে বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয়। তাঁরা প্রত্যেকে একাধিক ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভিন্ন ধরনের মিথ্যা প্রচারণা চালাচ্ছে।
চলতি বছর অন্তত ২০০ সেনাসদস্য ভুয়া অ্যাকাউন্ট থেকে ফেসবুক, ইউটিউব, টিকটক, টুইটার, টেলিগ্রামে নিয়মিত প্রচারণা চালাচ্ছে বলে রয়টার্সের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে।