চলতি বছরের মতো ২০২২ সালেও দেশের সব সরকারি-বেসরকারি স্কুলের প্রথম থেকে নবম শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল বুধবার ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ (মাউশি) সূত্র জানায়, শীতে করোনার প্রকোপ বাড়তে পারে। তাই ঝুঁকি এড়াতে লটারির মাধ্যমে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মাউশির সচিব মাহবুব হোসেনের নেতৃত্বে সভায় মাউশির মহাপরিচালক, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ ঢাকার একাধিক কলেজের অধ্যক্ষরা অংশ নেন।
সভা সূত্র আরও জানায়, অধিদপ্তর সরাসরি ভর্তি পরীক্ষা, অনলাইন পরীক্ষা এবং লটারিসহ তিনটি উপায়ে ভর্তির বিষয়ে প্রস্তাব করে। এর মধ্যে মন্ত্রণালয় লটারির মাধ্যমে ভর্তির প্রস্তাব গ্রহণ করেছে। এর আগে লটারির মাধ্যমে ভর্তি করা হতো কেবল প্রথম শ্রেণিতে।