ঘাটাইলে বাঁশভর্তি ট্রাক্টর উল্টে চালক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার মাইধারচালা এলাকায় এ র্দুটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা সুজন মিয়া।
চালকের নাম মজিবর রহমান (৩০)। তাঁর বাড়ি মধুপুর উপজেলার কাকরাইদ গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রাণ কোম্পানির লিজ নেওয়া জমিতে কাসাভা চাষের জন্য জমি প্রস্তুত করছিল মজিবর। এ সময় ট্রাক্টরটি হঠাৎ উল্টে যায়। এতে চালক নিচে চাপা পড়েন। আশপাশে কেউ না থাকায় প্রায় আধা ঘণ্টা ট্রাক্টরের নিচেই চাপা পড়েছিলেন তিনি।
পরে স্থানীয়রা দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়। তারা এসে মজিবরকে মৃত অবস্থায় উদ্ধার করে।
ধলাপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মিজানুর রহমান জানান, লাশ উদ্ধার এবং ট্রাকটি জব্দ করা হয়েছে।