মৌলভীবাজারের কমলগঞ্জে কৃষকের ব্যস্ততা বেড়েছে। শুরু হয়েছে আগাম জাতের আমন ধান কাটা। অনেকে ধান শুকানো ও মাড়াইয়ের জায়গা প্রস্তুত করছেন। এখন পর্যন্ত ধানের দাম ভালো থাকায় লাভের স্বপ্ন দেখছেন কৃষক।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছরের মতো চলতি মৌসুমেও আমন ভালো হয়েছে। মৌসুমের শুরুতে অনাবৃষ্টির কারণে ধানের চারা লাগাতে কষ্ট হলেও পরে আবহাওয়া অনুকূল থাকায় ফলন ভালো হয়েছে। তবে কিছু জায়গায় মাজরা পোকার আক্রমণে ফলন কিছুটা কমে গেছে। তবে এখন পর্যন্ত ধানের দাম ভালো থাকায় লাভের স্বপ্ন দেখছেন কৃষক।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ১৭ হাজার ২৭০ হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছে। আগাম জাতের আমন কেটে ঘরে তুলতে শুরু করেছেন উপজেলার কৃষকেরা।
শমশেরনগর ইউনিয়নের কৃষক ওয়াহিদ মিয়া বলেন, ‘তিন একর জমিতে আমন চাষ করেছি। আগাম জাতের বীজ থাকায় আমার সব জমির ধান কাটার উপযুক্ত হয়ে গেছে। তিন দিন ধরে ধান কাটা শুরু করেছি। তবে পোকার কারণে ফলন একটু কম হয়েছে।’
সিরাজুল ইসলাম সামাদ বলেন, ‘চার একর জমিতে আগাম জাতের আমন ধান চাষ করেছি। ৮০ দিনের মাথায় ধান পাকায় আগাম ঘরে তুলতে পারছি। ফলন বেশ ভালো হয়েছে।’
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিশ্বজিৎ রায় বলেন, মাজরা পোকার আক্রমণের ভয় কাটিয়ে উপজেলায় আমন ধানের ফলন বেশ ভালো হয়েছে। বেশির ভাগ কৃষক আগাম জাতের আমন ধান চাষ করছেন। এখন ধান কেটে ওই জমিতে শীতকালীন সবজি চাষ করতে পারবেন কৃষক। গত বছরের মতো এবারও ফলন ভালো হবে আশা করছেন তিনি।