কেরানীগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের ৬৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের আহ্বায়ক শাহীন আহমেদ ও যুগ্ম আহ্বায়ক ম. ই মামুনের যৌথ স্বাক্ষরে এ কমিটি গঠিত হয়।
কমিটিতে আবুল হোসেন রতনকে আহ্বায়ক ও ৫ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। পাঁচ যুগ্ম আহ্বায়ক হলেন কোন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী, হারুনুর রশীদ, ইমরাজ হোসেন সোহাগ, মো. আমজাদ হোসেন ও জিয়াউর রহমান।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ম. ই মামুন বলেন, ‘কোন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের ৬৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আশা করি এই কমিটি একটি সুন্দর সম্মেলনের মধ্য দিয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে।’