অবশেষে পাওয়া গেল পূর্বাভাস—‘হাওয়া’ আসছে। টিভি নাটক ও বিজ্ঞাপনের প্রশংসিত নির্মাতা মেজবাউর রহমান সুমন এই প্রথম সিনেমা বানিয়েছেন। ‘হাওয়া’ তার নাম। ২০১৯ সালের শেষের দিকে কক্সবাজার ও সেন্ট মার্টিন এলাকায় টানা ৪০ দিন হয়েছিল শুটিং। এরপর দীর্ঘ অপেক্ষা। প্রায় আড়াই বছর পর গতকাল সন্ধ্যায় সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশ করে নির্মাতা জানালেন, ‘হাওয়া’ সিনেমার যাবতীয় কাজ শেষ। কয়েক দিনের মধ্যে জমা পড়বে সেন্সর বোর্ডে। ছাড়পত্র পেলেই চূড়ান্ত করবেন ‘হাওয়া’ মুক্তির দিনক্ষণ।
এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। ‘মনপুরা’, ‘আয়নাবাজি’ আর ‘দেবী’র মতো আলোচিত ও ব্যবসাসফল সিনেমার পর ‘হাওয়া’ হতে যাচ্ছে সিনেমা হলে চঞ্চলের পরবর্তী রিলিজ। সিনেমাটি নিয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘এ রকম গল্প নিয়ে এর আগে, এ দেশে আর কোনো সিনেমা নির্মাণ হয়নি। হয়তো কেউ সাহসও করেননি। আমরা এত কষ্ট করতে পেরেছি সিনেমাকে ভালোবাসি সেই জন্য। দর্শকও ভালো সিনেমা দেখতে চান। এটা আমার বিশ্বাস, যদি ভালো কিছু হয়, দর্শক এর মূল্য দেবেন।’
চঞ্চল ছাড়াও ‘হাওয়া’ সিনেমায় অভিনয় করেছেন নাজিফা তুষি, সুমন আনোয়ার, শরিফুল রাজ, রিজভী, নাসির, মাহমুদ প্রমুখ। কী নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি? নির্মাতা মেজবাউর রহমান সুমন বলেন, ‘মাছ ধরার ট্রলারকে কেন্দ্র করে গড়ে উঠেছে এ সিনেমার কাহিনি। গভীর সমুদ্রে ১০-১৫ দিনের জন্য মাছ ধরতে যান জেলেরা। সেখানকার অভিজ্ঞতা এটি। আমাদের এই অঞ্চলে জলকেন্দ্রিক যে মিথ আছে, তার একটা আধুনিক উপস্থাপনা বলতে পারেন।’