মানিকগঞ্জ পৌরসভার কার্যালয়ে লাইসেন্স নবায়নের দাবিতে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছেন ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও মালিকেরা। একই দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচিও পালন করা হয়। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় মানিকগঞ্জ পৌর অটোবাইক মালিক-শ্রমিক সংগঠনের ব্যানারে তাঁরা এ কর্মসূচি পালন করেন।
মানিকগঞ্জ পৌর অটোবাইক মালিক-শ্রমিক সংগঠনের সভাপতি মো. হযরত আলী বলেন, আদালতের নির্দেশ উপেক্ষা করে পৌর কর্তৃপক্ষ নতুন করে নিবন্ধন শুরু করেছে। ৫৫০টি অটোরিকশা নিবন্ধনের জন্য কমিশনারদের প্রত্যেককে ৩৪টি করে ইজিবাইক নিবন্ধন করার অনুমতি দেওয়া হয়েছে। এ ছাড়া বাকি অটোরিকশাগুলো মেয়র নিজেই নিবন্ধনের জন্য রেখেছেন।
হযরত আলী অভিযোগ করে বলেন, প্রতিটি অটোরিকশা নিবন্ধনের জন্য ৭০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায় করা হচ্ছে। টাকা দিতে না পারলে আগে নিবন্ধিত অটোরিকশা বাদ দিয়ে নতুন অটোরিকশাকে নিবন্ধন দেওয়া হচ্ছে।
মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী বলেন, ‘সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পৌর পরিষদ সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নিয়েছে।’ টাকা নিয়ে নিবন্ধনের বিষয়ে তিনি বলেন, ‘এমন অভিযোগ সত্য নয়। এই অভিযোগের প্রমাণ পেলে সংশ্লিষ্ট কাউন্সিলরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’