হোম > ছাপা সংস্করণ

নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার পরিবারের দাবি হত্যা

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের আটোয়ারীতে বিউটি রানী নামের এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার উপজেলার ধামোর ইউনিয়নের জুগিকাটা গ্রামে নিহতের ঘর থেকে লাশ উদ্ধার করা হয়। পরিবারের দাবি তাঁকে হত্যা করা হয়েছে।

বিউটি রানী (২০) উপজেলার জুগিকাটা গ্রামের উজ্জলের স্ত্রী। তিনি একই উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের মোলানি গ্রামের জতিসের মেয়ে। লাশ উদ্ধারের ঘটনার পর থেকে স্বামী মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাঁকে পুলিশ পাহারায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

জানা গেছে, রাতে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা থানা-পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিউটির লাশ উদ্ধার করে। নিহতের পরিবারের অভিযোগ, বিউটিকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।

বিউটির বাবা জতিস জানান, ১১ মাস আগে পারিবারিকভাবে উজ্জলের সঙ্গে বিউটির বিয়ে হয়। এর মাঝে বিউটি বাবার বাড়িতে জানায় উজ্জল বিয়ের পর একই এলাকায় একটি মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। এ বিষয়ে স্বামীকে একাধিকবার বাধা দিলে তাঁদের মাঝে ঝগড়া বিবাদ শুরু হয়। পরকীয়া সম্পর্কের কারণে তাঁকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে বলে জতিস দাবি করেন।

আটোয়ারী থানার ওসি সোহেল রানা ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। মৃত্যুর কারণ সুনির্দিষ্টভাবে জানা যায়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে নির্দিষ্ট অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ