হোম > ছাপা সংস্করণ

বাঘারপাড়া মুক্ত দিবস নিয়ে মতবিরোধ

বাঘারপাড়া প্রতিনিধি

বাঘারপাড়া মুক্ত দিবস নিয়ে উপজেলার মুক্তিযোদ্ধাদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে ৮ ডিসেম্বর দিবসটি পালিত হলেও গত বছর থেকে দিবসটি পালন নিয়ে মতো বিরোধের সৃষ্টি হয়। এর ফলে এ বছর দিবসটি উপলক্ষে কোনো কর্মসূচিই ছিল না।

স্থানীয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বল জানা গেছে, দেশ স্বাধীনের পর থেকে ২০০৬ সাল পর্যন্ত ৭ ডিসেম্বর দিবসটি পালিত হতো। পরবর্তীতে এ উপজেলায় প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনকারী তৎকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আজিজ বিশ্বাসের কথার ভিত্তিতে ৮ ডিসেম্বর দিবসটি পালন করা হচ্ছে।

এদিকে বাঘারপাড়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাসান আলী বলেন, ‘৭ ডিসেম্বর বাঘারপাড়াকে পাকিস্তানি হানাদার বাহিনী মুক্ত করা হয়। তাহলে কেন ৮ ডিসেম্বর দিবসটি পালন করা হবে?’

তৎকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আজিজ বিশ্বাস বলেন, ‘৭ ডিসেম্বর বাঘারপাড়ার আংশিক এলাকা শত্রুমুক্ত হয়। ৮ ডিসেম্বর পুরোপুরি ভাবে শত্রুমুক্ত করে বাঘারপাড়া পাইলট স্কুল মাঠে পতাকা উত্তোলনের মাধ্যমে শত্রুমুক্ত ঘোষণা করা হয়।’

বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আফরোজ বলেন, ‘দিবসটি পালন করা নিয়ে মুক্তিযোদ্ধাদের মধ্যে দুই মত রয়েছে। তবে তাঁরা যেদিন দিবসটি পালন করবেন সেদিন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ