কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশের তিনজন সদস্য আহত হয়েছেন। একজনের অবস্থা গুরুতর। গত বৃহস্পতিবার রাত আটটার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের সদর উপজেলার রশিদাবাদ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন, শ্রী নিমাই চন্দ্র, মো. রাকিব মিয়া ও মো. সাইফুল ইসলাম। তাঁরা সবাই ঢাকা রিজার্ভ রেঞ্জ পুলিশে কর্মরত। কিশোরগঞ্জ জেলা পুলিশ সূত্রে জানা গেছে, তাঁরা রাষ্ট্রপতি আবদুল হামিদ কিশোরগঞ্জে অবস্থানের সময় নিরাপত্তার দায়িত্ব পালন করে ঢাকায় ফিরছিলেন।
আহতদের প্রথমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে নিমাই চন্দ্রের বুকের হাড় ফেটে যাওয়ায়, তাঁকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা রাজারবাগ পুলিশ লাইন কেন্দ্রীয় হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুজন মুখে আঘাতপ্রাপ্ত হন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়ে ঢাকায় ফিরে যান।
অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) মো. সোনাহর আলী শরীফ বলেন, রাষ্ট্রপতির কিশোরগঞ্জে সফরের সময় নিরাপত্তার দায়িত্ব পালন শেষে তাঁরা ঢাকায় ফিরছিলেন। পথে মহাসড়কের রশিদাবাদ মোড়ের উঁচু স্পিড ব্রেকারে গতিরোধ না করে পুলিশ বহনকারী বাসটি দ্রুত গতিতে চলতে থাকায়, বাসটি জাম্প করে উপড়ে রাস্তায় পড়ে। এতে তিনজন আহত হয়েছেন। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে দ্রুত রাজারবাগ পুলিশ লাইনের কেন্দ্রীয় হাসপাতালে পাঠানো হয়েছে।