‘কাদায় হাঁটা দায়, তবু নিরুপায়’ শিরোনামে আজকের পত্রিকায় মনিরামপুরের ঢাকুরিয়ার ভবানীপুরের ছবিসহ চারটি কাদার রাস্তার সংবাদ প্রকাশিত হয় গত শনিবার।
খবরটি নজরে আসে মনিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানমের। ওই দিনই রাস্তা পরিদর্শনে যান তিনি। গতকাল মঙ্গলবার সকালে সবচেয়ে খারাপ রাস্তাটিতে ইট ফেলে সলিং করার কাজ শুরু করেন নাজমা খানম।
উপজেলা চেয়ারম্যান জানিয়েছেন, দুই লাখ টাকা ব্যয়ে ফুলতলা মোড় থেকে গভীর নলকূপ (ডিপ) হয়ে গ্রামের লুৎফর মাস্টারের বাড়ি অভিমুখী রাস্তার ৫০০ ফুট সলিং করে দেওয়া হবে।
গ্রামের সবচেয়ে ভোগান্তির রাস্তাটি সংস্কার করে দেওয়ায় তাঁর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ভুক্তভোগীরা। স্থানীয় সাজু আহমেদ নামে এক কলেজছাত্র বলেন, ভবানীপুর গ্রামের রাস্তাটি সবচেয়ে খারাপ ছিল। একটু বৃষ্টি হলে কাদায় ভরে যেত। ভ্যান–সাইকেল দূরের কথা হাঁটাও যেত না। রাস্তাটি সলিং করে দেওয়ায় আমরা খুব খুশি।
নাজমা খানম বলেন, আজকের পত্রিকায় ভবানীপুরের কাদার ছবিসহ রিপোর্ট দেখে রাস্তাটি করে দেওয়ার উদ্যোগ নিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে জনগণকে সলিং রাস্তাটি উপহার দিয়েছি। ওই পাড়ার লোকজনকে আর কাদায় কষ্ট পেতে হবে না।
উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম বলেন, সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।