বিশ্বের মোট কার্বন নিঃসরণের প্রায় ৮০ শতাংশ করে জি-২০ ভুক্ত দেশগুলো। তাই গতকাল রোমে শেষ হওয়া জোটটির শীর্ষ সম্মেলনে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ছিল তাদের। কিন্তু তা হয়নি। কারণ যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়াসহ অধিকাংশ সদস্য ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণের পরিমাণ শূন্যে নামিয়ে আনতে সিদ্ধান্ত নিতে দেয়নি।
কার্বনের মতো বিশ্বের মোট জিডিপির প্রায় ৮০ শতাংশও জোটটির দখলে। সম্মেলনের প্রথম দিন গত শনিবার আন্তর্জাতিক করপোরেট কর সর্বনিম্ন ১৫ শতাংশ করতে সম্মত হয় তারা। ফলে যেখানেই কারখানা বা অফিস করুক না কেন, গুগল, আমাজন বা ফেসবুকের মতো বড় কোম্পানিগুলোকে বাধ্যতামূলকভাবে মোট মুনাফার ১৫ শতাংশ কর দিতে হবে। এদিকে ভিডিওকলের মাধ্যমে যোগ দিয়ে নিজেদের করোনা টিকার প্রতি বৈষম্য বন্ধ করতে আহ্বান জানিয়েছেন চীনা ও রুশ প্রেসিডেন্ট।