করোনা প্রথম শনাক্ত হওয়ার পর প্রায় দুই বছর হতে চলল। কিন্তু ভয়ংকর এ ভাইরাসের উৎস নিয়ে এখনো জানতে পারেননি বিজ্ঞানীরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) তদন্ত চালিয়ে গেলেও ধোঁয়াশা কাটেনি। এবার উৎস খুঁজতে ২৬ জন বিশেষজ্ঞ নিয়ে নতুন একটি টাস্কফোর্স গঠন করেছে সংস্থাটি। আর সংস্থার জরুরি অবস্থা বিভাগের পরিচালক মাইকেল রায়ান বলেন, ‘এটিই শেষ সুযোগ’। বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
গত বুধবার গঠিত বিশেষ এ টাস্কফোর্সের নাম দেওয়া হয়েছে ‘দ্য অরিজিনস অব নোভেল প্যাথোজেন (সাগো)’। তারা খুঁজে বের করবে, করোনা আসলে উহানের কাঁচাবাজারের কোনো প্রাণী থেকে মানুষের দেহে প্রবেশ করেছে, নাকি ল্যাব থেকে ছড়িয়ে পড়েছে। দ্বিতীয় ধারণাটি বরাবরই প্রত্যাখ্যান করে আসছে চীন। তবে এবারও তাদের সহায়তা করতে বলেছে ডব্লিউএইচও।