পরিত্যক্ত ময়লার ভাগাড় পরিষ্কার করে শিশুদের জন্য গড়ে তোলা হয়েছে পার্ক। কুমিল্লা নগরীর ৬ নম্বর ওয়ার্ডের পূর্বাঞ্চলের তেলিকোনা এলাকায় এটি তৈরি করেছে কুমিল্লা সিটি করপোরেশন। গতকাল শুক্রবার ‘কুমিল্লা সিটি করপোরেশন শিশু পার্ক-২’ নামে পার্কটির উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।
কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুর স্ত্রী আফরোজা জেসমিনের অর্থায়নে ও ব্যবস্থাপনায় পার্কটি স্থাপন করা হয়েছে।
দীর্ঘদিন যে স্থানটি ময়লা-আবর্জনায় একাকার ছিল সেই স্থানটিই বর্তমানে শিশুদের দৌড়ঝাপে মুখরিত। এদিকে ময়লার দুর্গন্ধ থেকে মুক্তির সঙ্গে সঙ্গে সুন্দর একটি পরিবেশ পেয়ে স্থানীয় বাসিন্দারা খুশি।
পার্কটি উদ্বোধন শেষে সদর আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, ‘ময়লার ভাগাড়কে সরিয়ে সুন্দর একটি বিনোদন কেন্দ্র করায় সিটি মেয়রকে ধন্যবাদ জানাই। পার্কটি এ অঞ্চলের শিশুদের বেড়ে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাচ্চাদের খেলাধুলার জন্য একটা সুন্দর পরিবেশ এখানে তৈরি হয়েছে।’
মেয়র মনিরুল হক সাক্কু বলেন, ‘পার্কটিতে প্রবেশসহ সব রাইড বিনা মূল্যে পাবে শিশুরা।’ পার্কটি রক্ষণাবেক্ষণের জন্য তিনি পূর্বাঞ্চলবাসীর প্রতি অনুরোধ করেন।