ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রেনে কাটা পড়ে বোরহান উদ্দিন রাব্বি নামের এক কিশোর নিহত হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাব্বি পাহাড়পুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের বাসিন্দা। সে উপজেলার একটি স্কুলে নবম শ্রেণির ছাত্র ছিল।
আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুল ইসলাম জানান, আখাউড়া রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। রেলওয়ে পুলিশ এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।