হোম > ছাপা সংস্করণ

ভবিষ্যতে শিক্ষাই হবে বড় মেগা প্রকল্প

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘ভবিষ্যতে শিক্ষাই হবে সবচেয়ে বড় মেগা প্রকল্প। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন, শিক্ষার বিনিয়োগ শ্রেষ্ঠ বিনিয়োগ। অতএব শিক্ষায় বিনিয়োগ করতে হবে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা শিক্ষায় বিনিয়োগ করছি।’

গতকাল রোববার বিকেলে কুমিল্লার চান্দিনায় ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের উচ্চমাধ্যমিক শাখার পাঠদান কার্যক্রম এবং একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক প্রাণ গোপাল দত্তের সভাপতিত্বে অতিথিদের মধ্যে বক্তব্য দেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আবদুস ছালাম, চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আফজাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউল হক মীর, পৌর মেয়র শওকত হোসেন ভূইয়া, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মেয়ে ডা. জাবিন জলিল, ভাগনে অধ্যাপক ডা. মাসুম সিরাজ, ডা. নওশীন সিরাজ প্রমুখ।

শিক্ষামন্ত্রী আরও বলেন, সুশিক্ষার পাশাপাশি দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। এখন পরিবর্তন চাই না, রূপান্তর চাই। করোনাকালে শিক্ষায় যে ঘাটতি হয়েছে, তা পূরণ করতে একেবারে পরিপূর্ণ পরিকল্পনা প্রণয়ন করেছি। পরিকল্পনা প্রণয়নের আগে বিশদভাবে গবেষণা করা হয়েছে। গবেষণা করে ঘাটতি নিরূপণ করে তা নিরসনের পরিকল্পনা করা হয়েছে।

অন্যদের মধ্যে বক্তৃতা করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হরিলাল দেবনাথ, অভিভাবক সদস্য কাজী তৌহিদুল আলম মঈন, শিক্ষার্থী নূসরাত জাহান আনিকা প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ