বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর সৌম্য সরকার ও লিটন দাস বাদ পড়েছেন পাকিস্তান সিরিজের টি-টোয়েন্টি দল থেকে। বর্তমানে দুজন খেলছেন এনসিএলে। বিকেএসপির ৩ নম্বর মাঠে গতকাল খুলনার হয়ে সিলেটের বিপক্ষে ফিফটির দেখা পেয়েছেন সৌম্য। ৮৭ বলে ৫৭ রান করে আউট হন বাঁহাতি এই ব্যাটার।
অন্যদিকে বিকেএসপির ৪ নম্বর মাঠে ঢাকা বিভাগের বিপক্ষে রংপুরের হয়ে তৃতীয় দিন শেষে ২৪ রানে অপরাজিত আছেন লিটন দাস। আজ শেষ দিনে সেই ইনিংসকে টেনে নিয়ে যাওয়ার সুযোগ এই ওপেনারের সামনে। অবশ্য বৃষ্টিতে প্রথম দিন ভেসে যাওয়ায় বিকেএসপির দুটি ম্যাচই শেষ হতে পারে ড্রয়ে।
অন্যদিকে সিলেটের দুই ম্যাচে সুবিধাজনক অবস্থায় বরিশাল ও রাজশাহী। শেষ দিনে দ্রুতই ঢাকা মহানগর ও চট্টগ্রামের বাকি তিন উইকেট তুলে নিতে পারলে জয়ের দেখা পাবে বরিশাল ও রাজশাহী।