চট্টগ্রামের কর্ণফুলী শাহ্ আমানত সেতুর রেলিং থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টাকালে ১৫ বছরের এক কিশোরীকে বাঁচিয়েছেন স্থানীয় জনতা। গতকাল সোমবার বেলা ৩টায় এ ঘটনা ঘটে। পরে কর্ণফুলী থানা–পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে কিশোরীকে থানা নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ।
কর্ণফুলী থানার উপপরিদর্শক আওরঙ্গ জেব বলেন, কর্ণফুলী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করছিল ওই কিশোরী। এ সময় স্থানীয়রা তাকে বাধা দেন। পরে বিষয়টি পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেয়েটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মেয়েটির কিছুই বলতে চাচ্ছে না। তার বাবাকে খবর দেওয়া হয়েছে। তাঁর বাবা আসলে বিস্তারিত জানাবেন বলে জানান তিনি।