ইমন খানের গাওয়া ‘আজও প্রতি রাত জেগে থাকি তোমার আশায়’ গানটি ক্যাসেটের যুগে বেশ সাড়া ফেলেছিল। ২০১৭ সালে গানটি ইউটিউবে প্রকাশিত হলে ৫৫ লাখেরও বেশি দর্শক উপভোগ করেছে গানটি। জাহাঙ্গীর আলম ও দুঃখী লালনের লেখা গানটি সুর করেছেন দুঃখী লালন। এ ছাড়া, ইমনের গাওয়া ‘রূপা আমি ভালো নেই’, ‘পাখি দোহাই লাগে’, ‘বুকেতে হাত রেখে বলো’, ‘মন নিয়ে খেলা’সহ বেশ কিছু গান কোটির ওপরে ভিউ হয়েছে।
ইমন খান এবার নতুন গান প্রকাশ করছেন। ‘বিবেকটা তোর মরে গেছে’ শিরোনামের গানটি লিখছেন জসীম উদ্দিন আকাশ। সংগীতায়োজন করেছেন রিয়েল আশিক। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সাইফুল ইসলাম। ১৪ মার্চ রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে গানটির মিউজিক ভিডিও নির্মাণের কাজ শেষ হয়। মিউজিক ভিডিওর গল্পে মডেল হয়েছেন চিত্রনায়িকা শাকিলা পারভীন।
গানটি প্রসঙ্গে ইমন খান বলেন, ‘গানের কথাগুলো খুব আবেগময়। চেষ্টা করেছি দরদ দিয়ে গাইতে। শাকিলার সঙ্গে মিউজিক ভিডিওতে প্রথম অভিনয় করেছি। আমাদের দুজনের গল্পে গল্পে অভিনয় আর গান শ্রোতা-দর্শকের ভালো লাগবে আশা করি।’
শাকিলা বলেন, ‘অনেক দিন বিরতির পর নতুন গানে মডেল হয়েছি। গান আর ভিডিওর গল্প দুটোই সবার ভালো লাগবে।’ গানটি আগামী সপ্তাহে বিডি টোয়েন্টি নাইন মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। এদিকে শাকিলা পারভীন অভিনীত প্রথম সিনেমা জসীম উদ্দিন জাকির পরিচালিত ‘কলিজায় দাগ লেগেছে’ সেন্সর ছাড়পত্র পেয়েছে।