হোম > ছাপা সংস্করণ

জাজিরায় জমি লিখে না দেওয়ায় মাকে হত্যা

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরা উপজেলায় জমি লিখে না দেওয়ায় মাকে গলাটিপে হত্যা করার কথা স্বীকার করেছেন ছেলে মো. হাবিবুর রহমান (৪৮)। গতকাল শুক্রবার জেলা ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ছেলে। জবানবন্দিতে তিনি মাকে হত্যার কথা স্বীকার করেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৫ নভেম্বরে সকালে এই হত্যাকাণ্ড ঘটে। পরের দিন সকালে বাড়ির আম গাছে ঝুলন্ত অবস্থায় ফুলজান বিবির (৮২) লাশ উদ্ধার করে পুলিশ। পরে থানায় সাধারণ ডায়েরি করা হয়। গত ১২ ডিসেম্বর এটি মামলায় রুজু হয়।

মামলা তদন্তের একপর্যায়ে শুক্রবার নিহত ফুলজান বিবির ছেলে মো. হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে শরীয়তপুর জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে সোপর্দ করা হয়।

ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মো. হাবিবুর রহমান। এ সময় জমি লিখে না দেওয়ায় মাকে গলাটিপে হত্যার কথা স্বীকার করেন। তবে হত্যার ঘটনা ধামাচাপা দিতে লাশ আম গাছে রশি দিয়ে ঝুলিয়ে রাখেন তিনি।

এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, ‘মামলা তদন্ত করতে হত্যাকাণ্ডের সঙ্গে ছেলের জড়িত থাকার বিষয়টি সামনে আসে। তখন ছেলে হাবিবকে আটক করে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করা হয়। আসামি হত্যাকাণ্ডের কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ