হোম > ছাপা সংস্করণ

উত্তরা-আগারগাঁও রুটে মেট্রোরেল চলবে ১২ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী বছরের ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালুর পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। ভায়াডাক্ট বা উড়ালপথের ওপর দিয়ে মেট্রোরেলের পারফরম্যান্স পরীক্ষা শুরু হয়েছে গত ২৯ আগস্ট। এর অংশ হিসেবে চলতি মাসের ১২ তারিখে উত্তরার ডিপো থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চালানো হবে। এর আগে চলতি মাসের ১৫ তারিখে এ পরীক্ষা চালানোর কথা থাকলেও সেই সময় এগিয়ে আনা হয়েছে।

গতকাল শুক্রবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের এমডি এম এ এন সিদ্দিক আজকের পত্রিকাকে জানান, গত আগস্ট থেকে মেট্রোরেলের পারফরম্যান্স পরীক্ষা চলছে। ছয় মাস ধরে এ পরীক্ষা চলমান থাকবে। নয়টির মধ্যে ছয়টি স্টেশন পর্যন্ত পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চালানো হয়েছে। ১২ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত নয়টি স্টেশনের মধ্যে মেট্রোরেলের পারফরম্যান্স পরীক্ষা করে দেখা হবে।

সংশ্লিষ্টরা জানান, বর্তমানে যে পরীক্ষা চলছে তাতে ট্রেনের গতি থাকছে প্রায় ১০০ কিলোমিটার। এই গতিতে ট্রেন চালিয়ে কোনো ধরনের সমস্যা হয়নি।

উত্তর থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১০ কিলোমিটার রুটে চলবে মেট্রোরেল। ২০১২ সালে শুরুর পর এ প্রকল্পের কাজ ৭২ শতাংশ শেষ হয়েছে। এর মধ্যে উত্তরা থেকে আগারগাঁও রুটের কাজ সবচেয়ে বেশি এগিয়েছে। এ অংশে কাজ হয়েছে ৮৯ দশমিক ৬১ শতাংশ। জাপান থেকে এরই মধ্যে ৭ সেট ট্রেন দেশে এসেছে। এসব ট্রেন ডিপোর মধ্যে বিভিন্ন ধরনের পরীক্ষা চলছে। ২১ হাজার ৯৮৫ কোটি টাকার এ প্রকল্পে ১৬ হাজার ৫৯৫ কোটি টাকা দিচ্ছে জাইকা ও ৫ হাজার ৩৯০ কোটি টাকা বাংলাদেশ সরকারের।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ