বৈরী আবহাওয়া শেষে সূর্যোদয়-সূর্যাস্তের বেলাভূমি কুয়াকাটায় ভিড় জমিয়েছেন হাজারো পর্যটক। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় পর্যটকদের ঢল নামে কুয়াকাটা সমুদ্র সৈকতে।
গত শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে সৈকতে ঘুরে দেখা যায়, নানা বয়সের মানুষ উচ্ছ্বাস আনন্দে মেতে উঠেছেন। সৈকতের নোনা জলে গা ভাসাচ্ছেন অনেকে। পরিবার, পরিজন কিংবা প্রিয়জনকে সঙ্গে নিয়ে দেশের দূর-দূরান্ত থেকে আসা পর্যটকেরা আনন্দ উপভোগে ব্যস্ত সময় পার করছেন।
ঢাকা থেকে আসা পর্যটক নাঈমুল ইসলাম বলেন, ‘তিন দিনের জন্য কুয়াকাটা এসেছি। এখানকার পরিবেশ অনেক ভালো লাগছে।’
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু বলেন, ‘আগামী ১৬ থেকে ১৮ ডিসেম্বরের জন্য ইতিমধ্যে ৯০ শতাংশ হোটেল-মোটেল অ্যাডভান্স বুকিং হয়ে গেছে।’
কুয়াকাটা টুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক বলেন, ‘ডিসেম্বর মাসে পর্যটকদের আনাগোনা বাড়তে থাকে, আজকেও পর্যাপ্ত পর্যটকের আগমন কুয়াকাটায়। পর্যটকদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশের কয়েকটি টিম সার্বক্ষণিক নিয়োজিত আছে। আগামী ১৬ই ডিসেম্বরকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে যাতে পর্যটকেরা নির্বিঘ্নে ভ্রমণ করতে পারে।’