হোম > ছাপা সংস্করণ

মতিঝিল এজিবি কলোনি: পানির সংকটে কয়েক হাজার বাসিন্দা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মতিঝিল এজিবি কলোনিতে পানি সরবরাহ লাইনের বৈদ্যুতিক মোটরটি অকেজো হয়ে পড়ে গত শুক্রবার রাতে। এতে কলোনির হসপিটাল জোনের বহুতল চারটি ভবনে বসবাসকারীরা তিন দিন ধরে পানির তীব্র সংকটে পড়েছেন। ওয়াসার কাছ থেকে লিটার হিসাবে পানি কিনে কোনোরকমে প্রাত্যহিক কাজকর্ম সারতে হচ্ছে। পানির অভাবে বাসনকোসন ধোঁয়া, গোসল ও শৌচাগার ব্যবহারে চরম দুর্ভোগে পড়েছে কয়েক হাজার মানুষ।

কলোনির হসপিটাল জোনের বহুতল ভবনের বাসিন্দারা জানান, শুক্রবার রাতে ৪ নম্বর ভবনের দক্ষিণে অবস্থিত পানির সরবরাহ লাইনের মোটর অকেজো হয়ে যায়। শনিবার সকাল থেকে বাসিন্দারা পানির সংকট অনুভব করেন। যা রোববার তীব্র আকার ধারণ করে। এদিকে ঢাকা ওয়াসার লাইন থেকে পানি সরবরাহ দিতে গিয়ে সংস্থাটির মোটরও অকেজো হয়ে পড়ে।

বাসিন্দারা আরও জানান, কলোনির ৪ নম্বর ভবনে ৭৬টি, ৩, ২ ও ১ নম্বর ভবনে ১৫২টি করে সর্বমোট ৫৩২টি ফ্ল্যাট রয়েছে। এসব ফ্ল্যাট মূলত মন্ত্রণালয়ের কোঠায় ‘বি’ টাইপের বাসা। চারটি ভবনের বাসিন্দাদের পানি সরবরাহে একটি মোটর ব্যবহার হচ্ছে।

গতকাল সোমবার বিকেলে এজিবি কলোনিতে গিয়ে দেখা গেছে, ঢাকা ওয়াসার একটি গাড়ি ৬ হাজার লিটার পানি নিয়ে ২ নম্বর ভবনের সামনে অবস্থান করছে। সেখান থেকে পাইপের সহায়তায় ভবনের রিজার্ভ ট্যাংকে পানি সরবরাহ করা হচ্ছে। কলোনির অকেজো হয়ে পড়া বৈদ্যুতিক মোটরটি মেরামতের কাজ চলছে। জানা গেছে, ইতিমধ্যে ওয়াসার জরুরি সেবা থেকে ৬০০ টাকায় ৬ হাজার লিটার পানি কয়েক দফায় আনা হয়েছে। ভবনের বাসিন্দারা সেই পানির দাম পরিশোধ করছেন।

সার্বিক বিষয়ে জানতে চাইলে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (হসপিটাল জোন) এ কে আজাদ আজকের পত্রিকাকে বলেন, এজিবি কলোনিতে দুটি পাম্প রয়েছে। সেখানকার একটি মোটর নষ্ট হয়ে পড়েছে। আগামীকালের (আজ) মধ্যে মোটরটি ঠিক হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। তাহলে পানির সংকট আর থাকবে না। 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ