ঝিকরগাছা প্রতিনিধি
ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন রাজনীতিকে বিদায় জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। গতকাল সোমবার দুপুরে নিজ ফেসবুক ওয়ালে তিন এ স্ট্যাটাস দেন।
সেখানে তিনি উল্লেখ করেন, ‘নেতাদের পথ পরিষ্কার করার জন্য আমাকে নির্বাচন থেকে সরিয়ে দিতে বাধ্য করা হয়। অবশেষে বুঝলাম পৃথিবীটা টাকায় বিক্রি হয়। সাধারণ মানুষকে ভালোবেসে বুকে আঁকড়ে ধরে কোনো লাভ নেই। সব আওয়ামী লীগের নেতা ও বড় ভাই যারা আছেন তাঁরা সবাই নিজেকে গড়ার চেষ্টায় মগ্ন হয়ে আছেন। তাই রাজনীতি থেকে চিরবিদায় নিলাম।’
সদ্য ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন বঞ্চিত হন।