হোম > ছাপা সংস্করণ

৯ দিনে ৬৬ শিশু হাসপাতালে ভর্তি

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে শীতের তীব্রতার সঙ্গে সঙ্গে রোটা ভাইরাসের (ডায়রিয়াজনিত রোগ) সংক্রমণ বাড়ছে শিশুদের। এ ছাড়া সর্দি-কাশি ও নিউমোনিয়া রোগীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।

চিকিৎসকেরা বলছেন, শিশুদের যাতে ঠান্ডা না লাগে, সে বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকতে হবে। এ ছাড়া শিশুদের গরম ও বেশি করে তরল খাবার খাওয়াতে হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক জানান, শীতের তীব্রতা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে অনেক রোগীই হাসপাতালে আসছে। বিশেষ করে শিশুরা বেশি ডায়রিয়া আক্রান্ত হচ্ছে। রোটা ভাইরাস সংক্রমণের কারণে শিশুদের ডায়রিয়া বৃদ্ধি পেয়েছে। ৯ দিনে ৬৬ জন শিশুকে ডায়রিয়ার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা উপজেলার বেলঘড়িয়া গ্রামের এক শিশুর বাবা শফিকুল ইসলাম বলেন, ‘আমার ছেলের ডায়রিয়া শুরু হলে ডাক্তারের পরামর্শে তিন দিন আগে হাসপাতালে ভর্তি করাই। এখন অনেকটাই ভালো।’

হাসপাতালে চিকিৎসা নিতে আসা কাহালু উপজেলার শান্তা গ্রামের ছয় মাসের শিশু জাজিম। তার মা জাকিয়া সুলতানা বলেন, ‘দুই দিন হলো আমার ছেলে বারবার বমি ও পাতলা পায়খানা করছিল। ডাক্তারের পরামর্শে হাসপাতালে ভর্তি করে দিয়েছি। এখন এখানেই চিকিৎসা চলছে।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তোফাজ্জল হোসেন মণ্ডল বলেন, শীত বাড়ার সঙ্গে সঙ্গে ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে। শিশুদের যেন ঠান্ডা না লাগে, সে বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকতে হবে। এ ছাড়া শিশুদের গরম পরিবেশে রাখার পাশাপাশি গরম খাবার ও বেশি করে তরল খাবার খাওয়াতে হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ