হোম > ছাপা সংস্করণ

হাসপাতাল চত্বরে স্বজনদের আহাজারি

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

ভোরের আলো ভোটার আগেই বরগুনা জেনারেল হাসপাতালে চত্বরে ভিড় করেছেন স্বজনেরা। লঞ্চ দুর্ঘটনায় নিখোঁজ স্বজনদের খুঁজতে তাঁরা। হাসপাতালের প্রধান ফটকে নিখোঁজদের টাঙানো ছবি দেখে অনেকে শনাক্ত করছেন। এ সময় স্বজনদের আহাজারি আর কান্নায় ভারী হয়ে হাসপাতাল চত্বরের পরিবেশ।

গতকাল শনিবার সকালে বেতাগী উপজেলার ফারুক হোসেন (৬০) এসেছে তাঁর বোন ও ভাগনিকে খুঁজতে। সেখানে স্বেচ্ছাসেবকদের সহায়তায় ফারুকের হাতে থাকা ছবি ও হাসপাতাল কর্তৃপক্ষের টানানো ছবির সঙ্গে মিল পেয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

ফারুক হোসেন জানান, আমরা বোন এবং বোনের ছেলে-মেয়ে দুর্ঘটনা কবলিত লঞ্চে ছিল। ভাগনে লঞ্চ থেকে লাফ দিয়ে নদীতে পড়লেও আমার বোন ও ভাগনি এখনো নিখোঁজ রয়েছেন। এই হাসপাতালে রাখা লাশের মধ্যে আমার বোন ও ভাগনিকে টানানো পুড়ে যাওয়া ছবি ও আমার কাছে থাকা ছবির সঙ্গে মিল রয়েছে। লাশ দেখলে আমরা বুজতে পারবো ছবি হয়ে যাওয়া চেহারা গুলো আমার প্রিয়জনের কিনা।

জানা যায়, বৃহস্পতিবার রাত তিনটার দিকে ঝালকাঠি সদরের দিয়াকুল গ্রামের কাছে সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চটিতে আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার হওয়া ৩৯ লাশের মধ্যে ৫ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন বরগুনার কেওড়াবুনিয়া ইউনিয়নের বশির উদ্দিনের মেয়ে তাইফা আফরিন (১০) বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের মো. রিয়াজ (৩৫) পাথরঘাটার আ. রাজ্জাক, জাহানারা বেগম, বামনার উপজেলা স্বপ্নীল (১৪)। রাতেই স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ