তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালায় ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী হাফিজা খাতুন (১৩) বিদ্যুতায়িত হয়ে মারা গেছে বলে জানা গেছে। গতকাল বুধবার বেলা ১২টার সময় উপজেলার শুভংকরকাটি গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। সে শুভংকরকাটি গ্রামের আবদুল জলিলের মেয়ে।
খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস.এম লেয়াকত হোসেন জানান, ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী হাফিজা খাতুন গতকাল বুধবার বেলা ১২টায় বাড়ির বারান্দায় বৈদ্যুতিক সংযোগ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।