প্রতিবছর সাধারণত অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত আবেদনের সময়সীমা থাকে। তবে বিভিন্ন প্রোগ্রাম অনুযায়ী, সময়সীমা ভিন্ন হতে পারে। আগে একজন আবেদনকারী সর্বোচ্চ তিনটি প্রোগ্রামে আবেদন করতে পারলেও এখন সেই নিয়ম তুলে দেওয়া হয়েছে। ফলে একজন আবেদনকারী নিজের পছন্দ অনুযায়ী যত ইচ্ছে প্রোগ্রামে বিনা মূল্যে আবেদন করতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে। স্নাতক শেষ বর্ষে থাকা অবস্থায়ও আবেদন করতে পারবেন, সে ক্ষেত্রে বৃত্তির জন্য মনোনীত হলে মাস্টার্স শুরুর আগে অবশ্যই স্নাতক সম্পন্ন হতে হবে, নইলে বৃত্তি বাতিল হিসেবে গণ্য হবে।
কীভাবে আবেদন করতে হবে
কী কী কাগজপত্র লাগে
সুযোগ-সুবিধা
নতুন গ্র্যান্টপ্রাপ্ত প্রোগামগুলোয় বৃত্তির পরিমাণ পরিবর্তন করা হয়েছে। এ ছাড়া ন্যূনতম দুটি ইউরোপিয়ান বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ।
কীভাবে এগিয়ে থাকবেন
পরামর্শ
আত্মবিশ্বাস ও আত্মসংকল্প সফলতার চূড়ায় আসীন হতে সাহায্য করবে। যেকোনো বৃত্তি অর্জন অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ, কষ্টসাধ্য ও সময়সাপেক্ষ ব্যাপার, সে জন্য ধৈর্য ধারণ করে দৃঢ়তার সঙ্গে নিজেকে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রাখতে হবে। কিছু ক্ষেত্রে নিজের বন্ধুবান্ধব বা সিনিয়ররা গাইড বা মেন্টর হিসেবে সাহায্যে আসতে পারে, তাই সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সুসম্পর্ক বজায় রাখা এবং অন্যকে সহযোগিতা করা জরুরি। সবার জন্য শুভকামনা ও অগ্রিম অভিনন্দন।
অনুলিখন: জুবায়ের আহম্মেদ