বরগুনার পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় নাইম (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। গত শনিবার রাত ৯টার দিকে পাথরঘাটা-কাকচিঁড়া সড়কের সোনালি বাজার এলাকায় মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নাইম পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মিজানুর রহমান বাচ্চু মিয়ার ছেলে। সে পাথরঘাটা তাসলিমা মেমোরিয়াল একাডেমি থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার নাইমের এসএসসি পরীক্ষা শেষ হয়। পূর্বপরিকল্পনা অনুযায়ী বিকেলে বাসা থেকে বাবার মোটরসাইকেল নিয়ে বের হয়। সন্ধ্যার পর আড্ডা দিয়ে বাসায় ফেরার পথে সোনালি বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগলে সড়কে ছিটকে পড়ে নাইম। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। পাথরঘাটা থানার ওসি আবুল বাশার জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।