হোম > ছাপা সংস্করণ

মিরপুরের সরকারি প্রগতি উচ্চবিদ্যালয়

মিরপুর (ঢাকা) প্রতিনিধি

মিরপুরের সরকারি প্রগতি উচ্চবিদ্যালয়ের ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ডুপ্লিকেট সার্টিফিকেট আতঙ্কে ভুগছে। বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের মূল সার্টিফিকেট হারিয়ে যাওয়ায় ওইসব শিক্ষার্থীর মাঝে আতঙ্ক বিরাজ করছে।

এ ঘটনা নিয়ে কয়েক দিন ধরে শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মধ্যে কয়েক দফা আলোচনাও হয়। কিন্তু তারপরও সমস্যার সমাধান হয়নি।

স্থানীয় সূত্র জানায়, প্রতিষ্ঠানটির ২০১৯ সালের ১৯৪ জন শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার মূল সার্টিফিকেট স্কুল থেকে উধাও হয়ে যায়। এ নিয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে মার্চ মাসের ২৮ তারিখ পল্লবী থানায় একটি জিডি করা হয়। জিডিতে উল্লেখ করা হয়, ২০১৯ ব্যাচের এসএসসি পরীক্ষার মূল সনদ স্কুলের অফিস কক্ষ থেকে হারিয়ে যায়। বিষয়টি স্কুলের প্রধান শিক্ষক ও অফিস সহকারী ছাড়া অন্য কেউ জানত না।

সম্প্রতি স্কুল খোলার পর এই ব্যাচের (২০১৯) কয়েকজন শিক্ষার্থী স্কুল থেকে সার্টিফিকেট তুলে আনে। সার্টিফিকেটের এক পাশে ডুপ্লিকেট লেখা দেখে তারা অবাক হয়। অভিভাবক ও শিক্ষার্থীরা এতে উদ্বিগ্ন হয়ে পড়েন।

গতকাল মঙ্গলবার ২০১৯ ব্যাচের শিক্ষার্থী মনির জানায়, স্কুল থেকে আমাদের ডুপ্লিকেট সার্টিফিকেটের কথা বলা হয়নি। বাসায় এসে দেখি এই অবস্থা। বিষয়টি নিয়ে শ্রেণিশিক্ষকরা জানান, স্কুল থেকে সার্টিফিকেট হারিয়ে গেছে, তা তাঁরাও জানেন না।

ভুক্তভোগী শিক্ষার্থীরা জানায়, ১০ বছর শিক্ষা জীবন শেষে তারা ডুপ্লিকেট সার্টিফিকেট নিতে চায় না। এ সার্টিফিকেটে তারা ভালো জায়গায় ভর্তি হতে পারবে না।

স্কুলের কয়েকজন শিক্ষক বলেন, বিষয়টি প্রধান শিক্ষক ও অফিসের লোকজন ছাড়া অন্য কেউ জানত না। পরে জানাজানি হলে অনেক শিক্ষক ক্ষোভ প্রকাশ করেন। এ ব্যাপারে সরকারি প্রগতি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম বলেন, এ ঘটনায় জিডি করা হয়েছে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। শিগগির সমস্যা সমাধান হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ