হোম > ছাপা সংস্করণ

জীবনানন্দ দাশের লাবণ্য হলেন জয়া

কবি জীবনানন্দ দাশকে নিয়ে তৈরি হয়েছে ছবি। নাম ‘ঝরা পালক’। তাতে জীবনানন্দের স্ত্রী লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। বেশ আগেই শুরু হয়েছিল ছবির শুটিং। এবার জানা গেল ‘ঝরা পালক’-এর মুক্তির তারিখ। আগামী ফেব্রুয়ারিতে কবির জন্মমাসে কলকাতার সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি।

‘ঝরা পালক’ ছবিতে জীবনানন্দ দাশের দুই বয়সের চরিত্রে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা ও নির্মাতা ব্রাত্য বসু ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। এ ছাড়া কবি সজনীকান্ত দাসের চরিত্রে দেবশঙ্কর হালদার, কবি বুদ্ধদেব বসুর চরিত্রে কৌশিক সেন ও কাজী নজরুল ইসলামের চরিত্রে সুপ্রিয় দত্ত অভিনয় করেছেন।

কলকাতার পাশাপাশি বাংলাদেশেও ‘ঝরা পালক’ মুক্তির পরিকল্পনার কথা জানিয়েছেন ছবির পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘জীবনানন্দ দাশের জীবনের অনেকটা অংশজুড়ে বাংলাদেশ জড়িয়ে আছে। ফলে কাজটা নিয়ে বাংলাদেশের মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছি আমরা।’

আজ বড়দিনে ছবির প্রোমো প্রকাশ করার কথা। সিনেমা হলে মুক্তির আগে আগামী বছরের জানুয়ারিতে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রথমবার প্রদর্শিত হবে ‘ঝরা পালক’।

এ ছবি সম্পর্কে জয়া আহসান বলেন, ‘প্রথাগত ভাবনা থেকে যেভাবে লাবণ্য দাশকে দেখা হয়, আসলে লাবণ্য তেমন ছিলেন না। তিনি অনেক বড় ইন্সপিরেশন ছিলেন জীবনানন্দ দাশের জন্য। ছবিতে সেসবই দেখানো হয়েছে।’

‘ঝরা পালক’ ছবিতে এই প্রথম একসঙ্গে অভিনয় করলেন ব্রাত্য বসু ও জয়া আহসান। জয়ার সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে ব্রাত্য বলেন, ‘কবির দাম্পত্যে একইসঙ্গে যে নির্জনতা ও ভায়োলেন্স ছিল, তা আমার আর জয়ার রসায়নেও প্রতিফলিত হয়েছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ