হোম > ছাপা সংস্করণ

নওগাঁয় ৩ ব্যবসায়ী পেলেন স্বর্ণপদক

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় তিনজন বিশিষ্ট ব্যবসায়ীকে স্বর্ণপদক এবং পৌরসভার মেয়র ও বিভিন্ন উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের কনভেনশন সেন্টারে নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। অনুষ্ঠানে নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও এফবিসিসিআইর পরিচালক ইকবাল শাহরিয়ার রাসেলের সভাপতিত্বে বক্তব্য দেন সাংসদ ছলিম উদ্দিন তরফদার ও আনোয়ার হোসেন হেলাল, নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক সনি, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম।

পরে জেলার সফল তিনজন ব্যবসায়ী, পৌরসভার মেয়র ও বিভিন্ন উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা দেওয়া হয়।

স্বর্ণপদকপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ভিয়েলা টেক্সট গ্রুপের চেয়ারম্যান রেজাউল হাসনাত ডেভিড এবং বেলকন গ্রুপের চেয়ারম্যান বেলাল হোসেন।

এ ছাড়া অনুষ্ঠানে মেয়র ও চেয়ারম্যানদের সংবর্ধনা দেওয়া হয়। তারা হলেন নওগাঁ পৌর মেয়র নজমুল হক সনি, ধামইরহাট পৌর মেয়র আমিনুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাপাহারের চেয়ারম্যান শাহজাহান আলী, ধামইরহাটের চেয়ারম্যান আজহার আলী, নিয়ামতপুরের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, পত্নীতলার চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, সদরের বলিহার ইউপি চেয়ারম্যান মাশরেফুর রহমান মাহিন, মহাদেবপুর সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল, খাজুর ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন, সাপাহার সদর ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম, পোরশার নীতপুর ইউপি চেয়ারম্যান এনামুল হক, গাঙ্গুরিয়া ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান, বদলগাছির মিঠাপুর ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ, পত্নীতলার পাটিচরা ইউপি চেয়ারম্যান সবেদুল ইসলাম রনি এবং সান্তাহার ইউপি চেয়ারম্যান নাহিদা সুলতানা তৃপ্তি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ