বাগেরহাটের মোল্লাহাটে ইউপি নির্বাচন কেন্দ্র করে প্রতিপক্ষকে ফাঁসাতে বুদ্ধিপ্রতিবন্ধী মনির হোসেনকে হত্যা করে চুনখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মুন্সি তানজিল হোসেনসহ এলাকাবাসীর নামে মিথ্যা মামলার অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে গতকাল রোববার দুপুরে উপজেলার চুনখোলা বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।
মানববন্ধনে ঢাকা মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এফ এম শরিফুল ইসলাম, চুনখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুন্সি তানজিল হোসেন, চুনখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা শাহজাহান, ইউপি সদস্য প্রিন্স শিকদার, মাহবুর রহমান মোল্লা, মর্জিনা বেগম, সুমাইয়া বেগম, সাবেক ইউপি সদস্য মিরাজ মোল্লা, ছাত্রনেতা হাসান শিকদার, শামীম শরীফ, স্থানীয় শেখ আলাউদ্দিন, আলতাফ শেখ প্রমুখ বক্তব্য দেন।
তাঁদের অভিযোগ, চুনখোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও প্রতিপক্ষকে ফাঁসাতে ইউপি নির্বাচনের আগ মুহূর্তে ১৮ সেপ্টেম্বর রাতে শাসন গ্রামের বুদ্ধিপ্রতিবন্ধী মনির হোসেনকে হত্যা করে। স্থানীয় দুই ইউপি সদস্য তাঁকে হত্যার পরিকল্পনা করেন।
পরে চুনখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মুন্সি তানজিল হোসেনসহ স্থানীয় নিরীহ মানুষের নামে মিথ্যা মামলা দেয় তাঁরা। পুলিশের তদন্তে মনির হত্যার মূল রহস্য বের হয়ে আসে। পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে যুবলীগের সাধারণ সম্পাদক মুন্সি তানজিল হোসেন নেই। এই হত্যার নেপথ্যে ও পরোক্ষভাবে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান মানববন্ধনকারীরা।
নিহত মনির শেখ উপজেলার শাসন দক্ষিণ পাড়া গ্রামের মৃত মজির শেখের ছেলে।