তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আজ শুক্রবার। উপজেলার বি. দে সরকারি বিদ্যালয়ে এ নির্বাচন হবে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার। নির্বাচনে দুজন সভাপতি, চারজন সাধারণ সম্পাদক ও দুজন কোষাধ্যক্ষ পদে নির্বাচনী করছেন।
প্রধান নির্বাচন কমিশনার আনন্দ মোহন হালদার জানান, ইতিমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ নির্বাচনী ৬৪৩ জন শিক্ষক প্রতিনিধি ভোটার রয়েছেন। তালা বি. দে সরকারি বিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।