ভালুকা প্রতিনিধি
ভালুকার মেদিলা মোছাফির মঞ্জিল দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় দেওয়া হয়েছে। গতকাল শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে তাঁদের এই বিদায় দেওয়া হয়। এ উপলক্ষে মাদ্রাসার হলরুমে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মেদিলা মোছাফির মঞ্জিল দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি আফতাব বিন তমিজের সভাপতিত্বে ও ইবতেদায়ি সহকারী মৌলভী মফিজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ভালুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিহাব আমিন খান।