হোম > ছাপা সংস্করণ

ভেড়ামারায় গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার ভেড়ামারায় লিটন আলী নামের এক ব্যক্তিকে প্রকাশ্যে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করার ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল সোমবার ভেড়ামারা থানায় এ মামলা হয়।

অভিযুক্ত মো. ফারদেসসহ ৯ জনকে আসামি করে এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছে।

নির্যাতনের শিকার লিটন আলীর ভগ্নিপতি উজ্জল হোসেন বাদী হয়ে এ মামলা করেন। এ ঘটনায় গতকাল সোমবার সকালে ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছির আরাফাত ও ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে ওসি মজিবুর রহমান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় ও আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

এর আগে গত রোববার সকালে কুষ্টিয়ার ভেড়ামারায় লিটন আলী নামের এক ব্যক্তিকে প্রকাশ্যে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। ভুক্তভোগীর পরিবারের দাবি, নৌকা প্রতীকের চেয়ারম্যানপ্রার্থীর পক্ষে কাজ করায় জয়ী প্রার্থীর লোকজন তাঁকে এমনভাবে নির্যাতন করেছেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ