হোম > ছাপা সংস্করণ

শুরুর আগেই বিপিএলে করোনার থাবা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনাভাইরাস প্রাদুর্ভাবে গত মৌসুমে মাঠে গড়ায়নি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। লম্বা বিরতির পর এবার শুরুর অপেক্ষায় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টটি। কিন্তু খেলা শুরুর আগেই বিপিএলের অষ্টম আসরকে চোখ রাঙাচ্ছে অদৃশ্য ভাইরাসটি। কিছুদিন ধরে করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ বাড়ায় বিপিএল নিয়ে বাড়ছে আশঙ্কা। গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত খেলোয়াড় ও স্টাফের কোভিড পজিটিভ হওয়ার খবর এসেছে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

আক্রান্তদের বেশির ভাগই খুলনা টাইগার্স দলের। আজ দলটির একটি জরুরি মিটিং হওয়ার কথা। সেখানেই এ বিষয়ে কিছু সিদ্ধান্ত নেবে তারা। গতকাল ফরচুন বরিশাল ছাড়া যে পাঁচটি দল মিরপুর একাডেমিতে অনুশীলন করেছে, সেখানে খুলনার খেলোয়াড়দের উপস্থিতিই সবচেয়ে কম দেখা গেছে। খুলনার বাঁহাতি টপঅর্ডার ব্যাটার সৌম্য সরকারের করোনা পজিটিভ হওয়ার খবরও মিলেছে। সৌম্যর পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর স্ত্রী প্রিয়ন্তী দেবনাথ পূজা করোনা পজিটিভ হয়েছেন। গতকাল ফেসবুকে এক পোস্টে এমন খবর দিয়ে পরে পোস্টটি মুছেও ফেলেছেন তিনি।

সারা দেশে যখন সংক্রমণের তৃতীয় ঢেউয়ের আশঙ্কা, এ পরিস্থিতিতেই শুরু হচ্ছে বিপিএল। গত তিন দিনে বিপিএলের দলগুলোর বেশির ভাগ কার্যক্রমেই স্বাস্থ্যবিধি ছিল উপেক্ষিত। মাঠে সম্প্রচারকারী কর্তৃপক্ষ, ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তাদের অবাধ বিচরণ তো আছেই। ফ্র্যাঞ্চাইজিগুলো যেভাবে জার্সি উন্মোচনের অনুষ্ঠান করেছে, সেখানেও স্বাস্থ্যবিধির বালাই ছিল না।

দলগুলো কতটা করোনার সংক্রমণের ঝুঁকিতে ছিল, সেটি অবশ্য গতকাল রাতেই জানার কথা বিসিবির। গত রাতে বিপিএলের ছয় দলের সংশ্লিষ্ট প্রত্যেকের করোনা পরীক্ষার রিপোর্ট আসার কথা। আজ সব কটি দল ঢুকে পড়বে জৈব সুরক্ষাবলয়ে। রাজধানী ঢাকার চারটি আলাদা অভিজাত হোটেলে তৈরি হচ্ছে টুর্নামেন্টের বায়োবাবল। হোটেলগুলোর বিভিন্ন ফ্লোরে বাড়তি সতর্কতা জারি করা হচ্ছে। প্রতিটি হোটেলে বিসিবির পক্ষ থেকে করোনা বিশেষজ্ঞ চিকিৎসক থাকবেন।

যখন যেটা প্রয়োজন হবে, সে ব্যবস্থা নেওয়া হবে। কিছু বন্ধ করা যাবে না, আবার ব্যবস্থাও করতে হবে।

-নিজাম উদ্দিন চৌধুরী, প্রধান নির্বাহী, বিসিবি 

ফ্র্যাঞ্চাইজিগুলোর বায়োবাবল প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে প্রটোকল টিমও রাখা হচ্ছে টুর্নামেন্টের আয়োজক বিসিবির পক্ষ থেকে। সংক্রমণের ঊর্ধ্বগতিতে তবু সংশয় থেকেই যাচ্ছে। অবশ্য বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, এই বাস্তবতায় তাঁরা টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করতে আশাবাদী, ‘এটা এমন একটা বিষয়, যেটা সময়ে সময়ে পরিবর্তন হয়। প্রতিটি দলকে পর্যবেক্ষণ করতে পূর্ণ সময়ের জন্য চিকিৎসক দেওয়া হচ্ছে। যখন যেটা প্রয়োজন হবে, সে ব্যবস্থা নেওয়া হবে। কিছু বন্ধ করা যাবে না, আবার ব্যবস্থাও করতে হবে।’ এ ক্ষেত্রে বিসিবি সরকারের পূর্ণ সহযোগিতাও পাচ্ছেন বলে জানালেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা।

প্রথমবার বিপিএলে অংশ নিতে গত পরশু ঢাকায় এসেছেন ফাফ ডু প্লেসি। গতকাল কুমিল্লার হয়ে অনুশীলন করেছেন তিনি। বিদেশি খেলোয়াড়দের মধ্যে তাঁর দিকে বেশি মনোযোগ থাকার কারণ, করোনার নতুন ধরন ওমিক্রণের উদ্ভব আফ্রিকা মহাদেশ থেকেই। আফ্রিকা থেকে এসে ডু প্লেসিকে যে কঠিন কোয়ারেন্টিন করতে হয়নি, সেটা বোঝাই যাচ্ছে। প্রোটিয়া তারকা যত সহজেই বিপিএল শুরু করতে পারলেন, করোনা এত সহজেই টুর্নামেন্টটা হতে দেবে কি না, সেটি নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ