সিলেটের বিয়ানীবাজার উপজেলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গত সোমবার রাতে উপজেলার চারখাই বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তরুণের নাম জিয়াউল হক (১৮)।
বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় বলেন, গোপন বৈঠকের সময় তাঁকে র্যাব আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনসার আল ইসলামের সক্রিয় সদস্য বলে তিনি স্বীকার করেন। তাঁর ফোন থেকে জঙ্গি কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণও পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁর ফোন থেকে জঙ্গি কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণও পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।মঙ্গলবার তাঁকে আদালতে পাঠানো হয়। আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’