হোম > ছাপা সংস্করণ

ঢাবিতে ভর্তির দুশ্চিন্তা মিটল সেতুর

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুরের দাশকান্দি বয়ড়া গ্রামের মেধাবী শিক্ষার্থী সেতু আক্তারকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আর্থিক সহায়তা করলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ। গতকাল রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে এ সহায়তা করা হয়।

সেতু উপজেলার দাশকান্দি বয়ড়া গ্রামের আয়ুব আলী বিশ্বাসের ছোট মেয়ে। সেতুর বাবা দিনমজুরের কাজ করেন বলে জানা গেছে।

জানা যায়, পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চবিদ্যালয় থেকে ২০১৮ সালে মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পান সেতু। পরে ২০২০ সালে সরকারি বিচারপতি নুরুল ইসলাম কলেজ থেকে জিপিএ-৫ পান তিনি। পরে ঢাবিতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন।

সেতুর মা মনোয়ারা বেগম বলেন, ‘আমার তিন মেয়ের মধ্যে সেতু সবার ছোট। ও ভালো ছাত্রী। সেতুর বাবা দিনমজুরের কাজ করেন। মেয়ে ভার্সিটিতে চান্স পাইছে, আমরা মেলা খুশি। ভর্তির খরচ দিতে পারছিলাম না। পরে ডিসি অফিস থেকে ওকে সহায়তা দিছে।’

সেতু আক্তার বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বড় ভাইকে আর্থিক সংকটের বিষয়টি জানাই। তিনি ডিসি অফিসে যোগাযোগ করেন। পরে ডিসি স্যার আমাকে ভর্তির যাবতীয় খরচ ও যাতায়াতের খরচ দিয়েছেন।’

জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ জানান, ‘তাঁকে ভবিষ্যতে টিউশনিসহ অন্যান্য সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ