রাজবাড়ীর কালুখালী উপজেলার সোনাপুরে শুক্রবার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোহম্মদ আব্দুস সবুর নামে এক মাদ্রাসা সুপার নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছেলে আবু জায়েদ ও আত্মীয় আশরাফুল ইসলাম গুরুতর আহত হন। বর্তমানে তাঁরা ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত ও আহতরা কালুখালী উপজেলার রায়নগর গ্রামের বাসিন্দা। সবুর পাংশা উপজেলার গঙ্গানন্দদিয়া দাখিল মাদ্রাসার সুপার ছিলেন।
আব্দুস সবুর, ছেলে ও এক আত্মীয়কে নিয়ে মোটরসাইকেলে কালুখালী থেকে সোনাপুর বাজারে যাচ্ছিলেন। সোনাপুর বাজারের কাছাকাছি পৌঁছার পর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আব্দুস সবুর নিহত হন।