গত বছর নেটফ্লিক্সে সবচেয়ে আলোচিত সিরিজ ছিল ‘১৮৯৯’। মাঝসমুদ্রে যেভাবে রহস্যের পর রহস্য বুনেছিলেন দুই নির্মাতা বারান বো ওডার ও ইয়ানসে ফ্রিসে, তাতে আরও দুটি সিজন যে হবে, সেটা মোটামুটি নিশ্চিত ছিল।
তবে সবার প্রত্যাশায় জল ঢেলে সিরিজটির ইতি ঘোষণা করলেন নির্মাতারা।
ইনস্টাগ্রামে বারান বো ওডার ও ইয়ানসে ফ্রিসে লিখেছেন, ‘১৮৯৯ নতুন করে আর আসবে না।
“ডার্ক” সিরিজের মতো এটিও যদি দ্বিতীয় কিংবা তৃতীয় সিজনের পরে শেষ হতো, তাহলে ভালো লাগত। কিন্তু মাঝে মাঝে সবকিছু পরিকল্পনামাফিক হয় না। এটাই জীবন।’