কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ভেদরগঞ্জে ৭ হাজার ৬০০ কেজি হাইব্রিড বীজ ধান, ২ হাজার ৫০০ কেজি উচ্চ ফলনশীল বীজ ধান, ৫ হাজার কেজি এমওপি সার, ৫ হাজার কেজি ডিওপি সার বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদের শহীদ আক্কাস শহীদ মহিউদ্দিন মিলনায়তনের সামনে থেকে এসব বিতরণ করেন ইউএনও তানভীর আল নাসীফ। ভেদরগঞ্জ উপজেলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এসব বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা ইসলামের সভাপতিত্বে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস এপিপও আক্তার হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ হাসিব, কায়সার আহমেদ রানা প্রমুখ।