হোম > ছাপা সংস্করণ

চলছিল অভিযান, পাশেই যাত্রীবাহী বাস দোকানে

গাজীপুর প্রতিনিধি

তাকওয়া পরিবহনের একটি বাস ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বারবাড়ি এলাকায় ফুটপাতের একটি দোকানে উঠে গেছে। এতে দোকানের ক্ষতি হলেও হতাহত কোনো ঘটনা ঘটেনি। গাজীপুরে সড়ক ও মহাসড়কে বেপরোয়াভাবে চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে যখন অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত ঠিক তখনই দ্রুতগতির তাকওয়া পরিবহনের বাসটি ফুটপাতের দোকানে ঢুকে যায়।

গাজীপুর বিআরটি সূত্রে জানা গেছে, তাকওয়া পরিবহনের নামে গাজীপুর ছয়টি রুটে প্রায় ২৫০টির মতো বাস চলাচলের জন্য অনুমতি নিয়েছে। কিন্তু তাকওয়া পরিবহনের বাসগুলো শিববাড়ি-রাজবাড়ী-আমতলী রুটে বেশির ভাগ সময় চলাচল করে। অধিকাংশ বাসের রোড পারমিট নেই। অধিকাংশ চালকের ড্রাইভিং লাইসেন্স নেই। অনুমোদনহীন ও অদক্ষ চালক দিয়ে বাস চলাচল বন্ধে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বিভিন্ন সময় দাবি জানানো হয়। পরে গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান গণবিজ্ঞপ্তি জারি করেন। মাইকিং করা হয়। কিন্তু এখনো চলছে অবৈধ এসব বাস। অহরহ ঘটছে দুর্ঘটনা।

গাজীপুর বিআরটিএ-এর সহকারী পরিচালক আবু নাইম জানান, সোমবার সকালে গাজীপুর মহানগরীর শিববাড়ী-রাজবাড়ী-আমতলী সড়কের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসন ও বিআরটিএ যৌথভাবে অভিযান পরিচালনা করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান। অভিযানে বিআরটিএর মোটরযান পরিদর্শক নুরুল হোসেন, পুলিশ কর্মকর্তা ওয়াসিমসহ এক দল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। অভিযানে তাকওয়া পরিবহনের চারটি বাসের চালকের লাইসেন্স ও কাগজপত্রের মেয়াদ না থাকায় জরিমানা করা হয়। এ ছাড়া, দুটি কাভার্ড ভ্যান নির্ধারিত সময়ের আগে শহরে প্রবেশ করায় জরিমানা করা হয়। অভিযানে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় তাকওয়া পরিবহনের দুটি বাস।

মাওনা হাইওয়ে পুলিশের ওসি আমিনুল ইসলাম জানান, সোমবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের মেম্বারবাড়ি এলাকায় তাকওয়া পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি দোকানে উঠে যায়। এতে দোকানটি ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই বাসের লোকজন দোকানমালিকের সঙ্গে সমঝোতা করে চলে যায়।

এর আগে, গত শনিবার দুপুরে তাকওয়ার পরিবহনের একটি বাস হোতাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে যায়। গত ৭ জুলাই সকালে গাজীপুর শহরের শিববাড়ি এলাকায় ভাড়া নিয়ে বিতণ্ডার পর তাকওয়া পরিবহনের বাস থেকে এক যুবককে ধাক্কা মেরে ফেলে দিয়ে হত্যা করা হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ