হোম > ছাপা সংস্করণ

অবাধে বিক্রি হচ্ছে শক্তিবর্ধক পানীয়

শিপুল ইসলাম, তারাগঞ্জ

তারাগঞ্জে অবাধে বিক্রি হচ্ছে শরীরের জন্য ক্ষতিকর বিভিন্ন ব্র্যান্ডের শক্তিবর্ধক পানীয়। হাটবাজারসহ প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন ফার্মেসি, কসমেটিকস ও পানের দোকান, মুদিখানা, কনফেকশনারিতে এগুলো পাওয়া যাচ্ছে। উঠতি বয়সের কিশোর থেকে শুরু করে প্রাপ্তবয়স্করা এ পানীয় পান করছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এ ধরনের পানীয় পান করে যুবকেরা উচ্ছৃঙ্খল হয়ে উঠছেন। স্কুল-কলেজ পড়ুয়া মেয়েরা রাস্তাঘাটে তাঁদের ইভটিজিংয়ের শিকার হচ্ছে। সেই সঙ্গে যুবকদের অন্যান্য অপরাধ প্রবণতা বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। এ জন্য অভিভাবকেরা আইন প্রয়োগকারী সংস্থার দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন।

উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার অনন্ত ২০ জনের সঙ্গে কথা বলে জানা গেছে, তারাগঞ্জের ছোটবড় ১৫টি হাটবাজারসহ গ্রামগঞ্জের বিভিন্ন জায়গায় গড়ে ওঠা দোকানে বিভিন্ন পণ্যের পাশাপাশি অবাধে বিক্রি হচ্ছে শক্তিবর্ধক উত্তেজক পানীয়। যার মধ্যে আছে পাগলু-২, ম্যান পাওয়ার, ডাবল হর্স, থ্রি হর্স, জিনসিন, ভিগো-বি, হর্স ফিলিংস, হাই পাওয়ার, ফিলিংস, রয়েল টাইগার, টাচ, মাশরুম, জিন্টারসহ বিভিন্ন নামের পানীয়।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই পানীয় গ্রহণকারীরা ধীরে ধীরে প্রচলিত নেশার দিকে ধাবিত হন। এ ছাড়া যৌন উত্তেজক পদার্থ সিলডেনাফিল সাইট্রেট মেশানো এমন পানীয় পানে পুরুষত্ব নষ্ট হয়ে যায়। এতে কিডনি রোগসহ নানা ধরেন শারীরিক জটিলতাও সৃষ্টি হচ্ছে।

শক্তিবর্ধক উত্তেজক পানীয় পানকারী এক যুবকের সঙ্গে কথা হলে নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, প্রথমে যৌন উত্তেজনা আসে। পরে ধীরে ধীরে মাথাব্যথাসহ শরীর ঝিমঝিম করে আর শরীরে অস্থিরতা সৃষ্টি হয়।

তারাগঞ্জ বাজারের নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, তরুণ ও যুবকেরা এমন পানীয় শখ ও কৌতূহলী হয়ে পান করছেন। আর এসব পানীয়র বোতল প্রতিটি ৩০ থেকে ৬০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ব্যবসায়ী বলেন, ‘সপ্তাহে দুই দিন কোম্পানির লোকজন দোকানে এসে এসব পানীয় দিয়ে যায়। শুধু ফার্মেসি কেন, হাটবাজারের মুদি, স্টেশনারি দোকানে এসব যৌন উত্তেজক পানীয় পাওয়া যায়। যদি কেউ চায় তাহলে আমরা তাঁকে দেই। না হলে বিক্রি করি না।’

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল মিয়া বলেন, ‘নতুন যোগদান করেছি। বিষয়টি জানা ছিল না। এখন জানলাম। খুব শিগগিরই হাটবাজারগুলোতে অভিযান চালানো হবে। অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ