হোম > ছাপা সংস্করণ

রায়পুরায় কালভার্ট ভেঙে বড় গর্ত, চলাচলে ঝুঁকি

হারুনুর রশিদ, রায়পুরা

নরসিংদীর রায়পুরার মির্জাপুর ইউনিয়নের সাধুনগর গ্রামের একটি কালভার্টের মধ্যবর্তী অংশ ভেঙে গর্ত হয়ে গেছে। বেশ কয়েক জায়গায় রড বের হয়ে আছে। দুই পাশের রেলিং ভাঙা। স্থানীয় বাসিন্দারা বলছেন, কালভার্টটি আড়াই থেকে তিন বছর ধরে ভাঙে গেলেও মেরামতের উদ্যোগ না নেওয়া হয়নি। প্রতিদিন কালভার্টের গর্তে ঘটছে দুর্ঘটনা। তাঁদের দাবি দ্রুত কালভার্টটি মেরামত বা আবার নতুন করে নির্মাণ করা হোক। অন্যদিকে উপজেলা প্রশাসন বলছে, কালভার্টটি নির্মাণের জন্য প্রস্তাবনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, পিরিচকান্দি বাজার, মেরাতলি, আনারাবাদ মাঠ হয়ে সাধুনগরের পথে রয়েছে এই কালভার্ট। এই কালভার্টের মধ্যে রয়েছে বড় এক গর্ত। কালভার্টটির কয়েক ফুট জায়গা জুড়ে রড বেড় হয়ে গেছে। দুই পাশের রেলিং ভাঙা। এ পথ দিয়ে নারায়ণপুর, জয়নগর, মহেশপুর, আশরাফপুর মানিকনগর, আলগী, সাপমারা, আনারাবাদ, ঠাকুরবাড়ি, সাধুনগর, পিরিচকান্দি, মেরাতলিসহ আশপাশের গ্রামের মানুষ যাতায়াত করে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই থেকে তিন বছর আগে কালভার্টের মাঝামাঝি অংশ ভেঙে বড় গর্ত হয়ে গেছে। গর্তটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন ঝুঁকিপূর্ণ চলাচল করছেন এলাকাবাসী।

আবদুল গফুর বলেন, কিছুদিন আগে একজন দৃষ্টিহীন ব্যক্তি ওই গর্তে পড়ে যায়। তাঁকে উদ্ধার করে এলাকাবাসী। রাতের আঁধারে বা দিনের বেলায় একটু অসাবধান হলেই ঘটছে দুর্ঘটনা।’

স্থানীয় কৃষক আলী আকবর বলেন, ‘এই পথে আমাদের কৃষিপণ্যসহ বিভিন্ন মালামাল আনা-নেওয়ায় করতে চরম দুর্ভোগে পড়তে হয়। এই কালভার্ট এড়াতে গেলে ৫ থেকে ৬ কিলোমিটার পথ ঘুরে আসতে হয়। এতে সময়ও বেশি লাগে, টাকাও বেশি খরচ হয়। যে কোনো সময় এই গর্তে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাই দ্রুত এই সমস্যার সমাধান করতে কালভার্টটির সংস্কার বা পুনর্নির্মাণ করা হোক।

৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রতন মিয়া বলেন, ‘ভাঙা কালভার্টে চলাচল করতে এলাকাবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছে। উপজেলা পরিষদে কালভার্টটি পুনর্নির্মাণের জন্য আবেদন করেছি।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. বোরহান উদ্দিন বলেন, ‘ওই কালভার্টটি পুনর্নির্মাণের আবেদন পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ