নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রে সহিংসতা ও ব্যালট ছিনতাইয়ের ঘটনায় পৃথক পাঁচটি মামলা হয়েছে। মামলায় ১৪ জন নামীয় ও অজ্ঞাত আরও ২৪০ জনকে আসামি করা হয়। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
গত শনিবার উপজেলার চার ভোট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাসহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন বাবুল বাদী হলে এ মামলা করেন।
জানা গেছে, উপজেলার ৮ ইউনিয়ন পরিষদ নির্বাচনে গত ২৮ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ওই দিন রাজীব পল্লিশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাগুড়া ইউনিয়নের খিলালঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিঙ্গেরগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মুশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়ভিটা ইউনিয়নের এ ইউ দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রে সহিংসতা ব্যালট বাক্স ছিনতাই ও পুড়িয়ে ফেলার ঘটনা ঘটে। এ ঘটনায় ছয়টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়।