হোম > ছাপা সংস্করণ

বিদ্যুৎকেন্দ্রকে ঘিরে উপশহর গড়ে উঠবে

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, রামপালের কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রকে ঘিরে ওই এলাকায় একটি উপশহর গড়ে উঠবে। এর সুফল ভোগ করবেন আশপাশের লোকজন। এ ছাড়া এটি আলো ছড়াবে ওই এলাকাসহ সারা দেশে। গতকাল সোমবার সকাল ৯টায় বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের প্রবেশ মুখে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের পক্ষ থেকে গতকাল ছয় হাজার অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। রামপালের ১০ টি, মোংলার একটি ও খুলনার দাকোপ উপজেলার দুটি ইউনিয়নের মোট ছয় হাজার মানুষ এই কম্বল পান। খুলনা সিটি করপোরেশনের মেয়র এই কম্বল বিতরণ করেন।

এ সময় মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট লিমিটেডের প্রকল্প পরিচালক সুভাষ চন্দ্র পাণ্ডে, উপ-প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম, রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন, তাপ বিদ্যুৎকেন্দ্রের মহাব্যবস্থাপক (মানবসম্পদ বিভাগ) সিদ্ধার্থ মণ্ডল ও ব্যবস্থাপক (মানবসম্পদ বিভাগ) জি এম তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

তাপ বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক (মানবসম্পদ বিভাগ) জি এম তারিকুল ইসকাম বলেন, আগামী মার্চে এ বিদ্যুৎকেন্দ্রটি পরীক্ষামূলকভাবে চালু করা হবে। এরপর মে-জুনে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী যৌথভাবে এটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এখানে ৬৬০ মেগাওয়াটের দুইটি ইউনিটের কাজ চলছে। প্রথম দফায় ৬৬০ মেগাওয়াটের একটি ইউনিট উৎপাদনে যাবে। প্রথম ইউনিটটির ও চিমনির কাজ প্রায় শেষের পথে। এ পর্যন্ত মূল প্রকল্পের ৭৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ